rhea chakraborty এবার একের এক সবার নাম বলে দিচ্ছে ! কারা জড়িত ?

rhea chakraborty গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে একে একে সবার নাম বলে দিচ্ছে। পড়ুন কাদের কাদের নাম জড়াচ্ছে

বিশেষ প্রতিবেদন: SUSHMITA SINGHA rhea chakraborty কাদের কাদের নাম বলছে

rhea chakraborty news : সুশান্ত সিং এর মৃত্যুর পর রিয়া চক্রবর্তী কে জিজ্ঞাসাবাদ করা হলে সারা আলি খান ও বেশ কয়েকজন হাইপ্রোফাইল বলিউড তারকার নাম উঠে আসে এই মৃত্যু কাণ্ডে। এই মৃত্যু কান্ডের সাথে মাদক পাচার চক্র ও জড়িত ছিল বলে জানা গেছে।

 

সুশান্ত সিং মামলার তদন্ত করতে গিয়ে ড্রাগস ও মাদক পাচার চক্র সামনে উঠে এসেছে| যা নিয়ে পুরো বলিউড জুড়ে শুরু হয়ে গেছে শোরগোল। এরমধ্যে জেলে বন্দি রিয়া ও তার ভাই সৌভিক, রিয়াকে বারবার জিজ্ঞাসাবাদের পর এই নয়া তথ্য উঠে এসেছে।

বাড়ির নেগেটিভ শক্তি দূর করবেন কি করে জেনে নিন ঘরোয়া টোটকা

যার মধ্যে রয়েছে অনেক অভিনেতা, প্রযোজক ,ও পরিচালকের নাম। তাদের সকলকেই ডাকবে এনসিবি। তাদের সকলকেই ডাকবে এনসিবি। এদের কেউ নাকি জিজ্ঞাসাবাদ করা হবে। এরা সকলেই ড্রাগের সাথে কোন না কোন ভাবে জড়িয়ে! এবার তাদের ডাকা হবে বলে জানিয়েছে। সূত্রের খবর ,মাদক চক্রের সাথে জড়িয়ে থাকার অভিযোগে সারা আলি খান এর নামও উল্লেখ করেছে রিয়া। আবার উঠে এসেছে অভিনেত্রী রকুল প্রীত সিং এর নাম।

rhea chakraborty এবার একের এক সবার নাম বলে দিচ্ছে ! কারা জড়িত ?

সারার সঙ্গে সুশান্তের প্রেম’ নিয়ে আগেই গুঞ্জন ছড়িয়ে ছিল বলি-পাড়ায়। সারার প্রথম সিনেমা কেদারনাথ এর শুটিং এই নাকি গভীর প্রেমে আবদ্ধ হন দুজন।

রিয়া চক্রবর্তী এবার একের এক সবার নাম বলে দিচ্ছে ! কারা জড়িত ?

কিন্তু সারা ও সুশান্তের প্রেম নাকি মেনে নেননি অভিনেত্রীর পরিবার। এই নিয়ে প্রবল চাপ ও ছিল ইন্ড্রাস্ট্রির উপর। তাই স্পেশাল চার্টার প্লেনে নাম ভাড়িয়ে দুজন থাইল্যান্ড বেড়াতে গেলেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি দুজন। নষ্ট হয়ে গিয়েছিল সারা ও সুশান্তের রসায়ন।

Monalisa কালো বিকিনিতে স্বামীর সাথে জলকেলিতে মগ্ন

এইবার নাকি সেই সুশান্ত সিং রাজপুত এর মামলায় উঠে এলো তার প্রাক্তন বান্ধবী সারা আলি খান এর নাম। প্রয়াত সুশান্ত সিং এর মৃত্যু রহস্য তে মাদকচক্র স্পষ্ট হয়ে আসছে। এখন শুধু দেখার বাকি তালিকায় আর কোন কোন তারকার নাম উঠে আসে।

সারা দেশ তাকিয়ে আছে রিয়া চক্রবর্তী এবং সুশান্ত সিং রাজপুত ঘটনা কান্ডে কি হতে চলেছে সেই দিকে। আপনাদের মতামত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
Translate »